আগামী শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ফাইনালের আগেই দুঃসংবাদ পেয়েছে লস ব্লাঙ্কোস। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স তেমন স্বস্তিদায়ক নয়, এরই মধ্যে বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচেই হার মেনেছে তারা। এখন ফাইনালের আগেই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে পড়ার খবর দলটির জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
গতকাল
রাতে গেতাফের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জয় পেলেও সেই ম্যাচেই চোটে পড়েছেন মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। ফলে কোপা দেল রে ফাইনালে এই দুই তারকাকে মাঠে নামতে দেখবে না রিয়ালের সমর্থকরা।রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়, আর এই পরিস্থিতিতে আলাবা ও কামাভিঙ্গার চোট দলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। গেতাফের বিপক্ষে ম্যাচের পর রিয়ালের হেড কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড় দুজনের অবস্থা সম্পর্কে বলেন, "আগামীকাল (আজ) আমরা তাদের অবস্থা পরীক্ষা করে দেখব। আমার ধারণা, দুজনেই মাংসপেশিতে সমস্যায় ভুগছেন। তাই শনিবারের ম্যাচে তাদের খেলা নিশ্চিত করাটা খুব কঠিন হবে।"
ফাইনালের আগে এই চোটের খবর রিয়াল মাদ্রিদের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করবে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।
৬ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫