Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

৭১ সদস্য বিশিষ্ট দেবিদ্বার উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:
১৯ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সোমবার সন্ধ্যায় কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৬ বছর পর গত বছরের ২ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে একেএম শফিউদ্দিনকে সভাপতি ও মোঃ মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ

সম্পাদক করে ৫ জনের নাম ঘোষনা করে যান নেতৃবৃন্দ।

কমিটির সহ-সভাপতি পদে একেএম মনিরুজ্জামান মাস্টার, অধ্যক্ষ মোঃ আবদুল্লা মাসুদ পাখি, মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন খোকন, মোঃ মফিজুল ইসলাম দুলাল, মোঃ আব্দুল জলিল চৌধুরী, মোঃ লুৎফুর রহমান বাবুল, মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির, এজাজ মাহমুদ, মোঃ ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী আশরাফ, দফতর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ মোসলেহ উদ্দিন ভূইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবদুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবদুল কাইয়ুম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাৎ হোসেন শিমুল, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, মোঃ মীর্জা বাহাদুর, সহ দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন আহমেদ বাহার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোরশেদ আলম খান ও কোষাদক্ষ মোঃ মহিউদ্দিন মিঠু।
এছাড়া ৩৫ জনকে এ কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।

১৯ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন