Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার পাশে থেকেও মামলার আসামি হলেন পারভেজ বাপ্পি !

স্টাফ রিপোর্টার:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লায় ছাত্রজনতার পাশে থাকা কাজি শারমিন আওয়াল পারভেজ বাপ্পির নামে  মামলা দায়ের করা হয়েছে।  এমনকি সম্প্রতি কুমিল্লায়  বর্ন্যাতদের পাশেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন  এক সময়ের রাজনীতিবিদ , সমাজসেবক পারভেজ বাপ্পি। সরকার পতনের পর পারভেজ বাপ্পির বিরুদ্ধে  এ মামলা দায়েরকে উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর বলে দাবি করেছেন সুশীল সমাজ ও বিভিন্ন স্তরের

মানুষজন।

কাজি শারমিন আওয়াল পারভেজ বাপ্পী কুমিল্লা নগরীর বাগিচাঁগাও  এলাকার  প্রফেসর কাজী শফিকুর রহমান ও প্রফেসর রওশন আরা রহমান দম্পতির  ছেলে। পারভেজ বাপ্পির  মাতা-পিতা  দুইজনেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্ভ্রান্ত পরিবারের সন্তান পারভেজ বাপ্পি  এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০০১ সালে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ শামসুল হক সাহেবের নির্বাচনের পরে  তিনি আর কখনো দলীয় ব্যানারে কাজ করেন নি। অনেকটা রাজনীতি থেকে সরে এসে সমাজসেবায় নিজেকে মনোনিবেশ করেন। এতিমখানা, মাদ্রাসা শিক্ষার্থীদের পাশেই তাকে প্রায় দেখা যায় । বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে নিয়োজিত থাকতেই পচ্ছন্দ করেন পারভেজ বাপ্পি। পারভেজ বাপ্পি  সদরের সাবেক সাংসদ  এমপি বাহারের চক্ষুশুল হিসেবে পরিচিত ছিলেন। এমনকি এমপি বাহারের বড় ভাই হেলাল মিয়া নগরীর রেইসকোর্স এলাকার ডা: জহির হত্যার আসামী পাপ্পুকে নিয়ে পারভেজ বাপ্পির জিম দখল করতে চেয়েছিল।

স্থানীয় মাহীন নামের  এক বাসিন্দা  জানান, পারভেজ বাপ্পি রাজনীতি থেকে অন্তত ১৫ বছর দূরে আছেন। তিনি সমাজসেবা করেন। সবার প্রিয় একজন লোক। তার মত লোককে মামলায় জড়িয়ে মামলাগুলোকে হাস্যকর করে ফেলা হয়েছে। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এমন ভুল কাজটি করেছে , যা নিন্দনীয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাংবাদিক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাইদ জানান, পারভেজ বাপ্পি আন্দোলনের পক্ষে ছিলেন। আন্দোলনের সময় তিনি আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন। এমনকি  সম্প্রতি বন্যায়ও তিনি অনেক সহযোগিতা করেছেন।

পারভেজ বাপ্পি জানান, আমি অনেক বছর ধরে রাজনীতি থেকে দূরে। মানুষের কল্যানের  জন্য কিছু করতে পারাটাই আমার একমাত্র ব্রত। আমি ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ছিলাম। অথচ ছাত্রজনতার উপর হামলার মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি আমার অবস্থানে সততার সাথে কাজ করছি। আশা করি আইনশৃংখলা বাহিনী তদন্ত করে সঠিক কাজটিই করবেন।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন