Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ, ব্রাহ্মণপাড়া ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ রিপোর্টার:
৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সেই মর্মে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি  ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া ও সদস্য

সচিব ফয়সাল কবির আখন্দকে। 


কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ৫ ডিসেম্বর রাতে এ কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন।


উল্লেখ্য যে, বিভিন্ন সূত্রমতে, ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ,সিনিয়র সহ সভাপতি রিমন হোসেন ব্রাহ্মণপাড়ার   ড্রেজার ব্যবসায়ী আব্দুল আলীমের কাছে চাদা দাবি করছে। চাঁদা না দিলে মারধর  করার হুমকিও প্রদান করে ছাত্রদলের দুই নেতা। আর এই বিষয়ে ড্রেজার ব্যবসায়ী ব্যক্তিগতভাবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের কাছেও বিচার দেন। 


এছাড়া উপজেলা দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে মৌখিকভাবে তিনটি ইউনিয়নের ছাত্রদলের কমিটি ঘোষণা করেন, যে কমিটিগুলোতে ছাত্রলীগের একজন নেতাকে সিনিয়র সহ-সভাপতি পদে স্থান দেন। তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ইউনিয়ন তিনটি হল সাহেবাবাদ ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন ও মালাপাড়া ইউনিয়ন। মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাতুল হাসান ভূঁইয়াকে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়। এর প্রতিবাদ করায় উপজেলা ছাত্রদল নেতা আহমেদ ভূঁইয়া সোহেলকে মুঠোফোনে পা কেটে ফেলার হুমকি দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া।


বিভিন্ন সূত্রমতে, উপরোক্ত ঘটনাবলীর কারণেই তাদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।

৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন