Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

কুমিল্লা বিভাগ

দেবপুর ফাউন্ডেশনের কমিটি গঠন : সভাপতি হালিম, সাধারণ সম্পাদক সুমন

স্টাফ রিপোর্টার:
৭ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার মনোহরগঞ্জে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন দেবপুর ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়। 


নবনির্বাচিত কমিটির সভাপতি মো আব্দুল হালিম, সিনিয়র ্সহ সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি সেলিম সজীব, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান সুমন, সাংগঠনিক

সম্পাদক রবিউল হোসেন সজীব, অর্থ সম্পাদক কামরুজ্জামান রায়হান, প্রচার সম্পাদক আব্দুল কাদের মৃধ্যা, স্বাস্থ্য সম্পাদক রায়হান চৌধুরী , দপ্তর সম্পাদক কামাল হাসান আরমান , শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।


এই কমিটি আংশিক কমিটি আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

 

নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম বলেন, দেবপুর ফাউন্ডেশনের নতুন কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত সদস্য ও পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।


২০২৪ সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে যারা কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

 

তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে উন্মুক্ত ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

 

এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

৭ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন