Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

খেলাধুলা

ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে আরও এক রেকর্ড

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
# ফাইল ফটো



ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রেকর্ড যেন একে অপরের পরিপূরক। পর্তুগিজ তারকা মাঠে নামলেই নতুন রেকর্ডের হাতছানি দেখা দেয়। এবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোল করে নিজের সংগ্রহে যোগ করলেন আরও একটি কীর্তি।


মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে ইউরোপ অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে পর্তুগাল। রোমাঞ্চকর লড়াই শেষে ৩-২ গোলে জয় পায় রোনালদোরা। ম্যাচের ৫৮ মিনিটে

পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন সিআরসেভেন। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৪১-এ। ২২৩ ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে এটাই এখন সর্বোচ্চ গোলসংখ্যা।


এই তালিকায় রোনালদোর চেয়ে ২৭ গোল কম করে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে মেসি এখন পর্যন্ত রোনালদোর তুলনায় ২৯ ম্যাচ কম খেলেছেন। ফলে দুই তারকার লড়াইয়ে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন মাত্রা।


এদিকে হাঙ্গেরির বিপক্ষে গোল করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে নিজের ৩৯তম গোল করেছেন। এর ফলে তিনি সমান হয়েছেন গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের সঙ্গে। বর্তমানে এই তালিকায় রুইজ শীর্ষে রয়েছেন। অন্যদিকে বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে পর্তুগাল। নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে এফ গ্রুপে শীর্ষে অবস্থান করছে ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

১৩ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন