Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

খেলাধুলা

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আনহেল ডি মারিয়া

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো


বয়সটা ৩৭ বছর পেরিয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়ার। ইতোমধ্যে জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন তিনি। তবে মাঠে নিজের পায়ের জাদু দেখিয়ে এক দশক পর ফের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই মিডফিল্ডার। 


সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ডি মারিয়া।

সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের দুই সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।


এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় বর্ষসেরা ফুটবলারের খেতাব। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর আবারও একই স্বীকৃতি অর্জন তার অদম্য মানসিক শক্তি ও ধারাবাহিকতারই প্রমাণ।


জাতীয় দলকে বিদায় বলে দিলেও ঘরোয়া ফুটবলে গত বছরটি ডি মারিয়ার জন্য ছিল স্মরণীয়। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে বিদায় জানিয়ে ফেরেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।


উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জিতে রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।

২০ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন