Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্ব

যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর স্থগিতাদেশ ‘দীর্ঘদিন’ স্থায়ী হবে: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার পর আশ্রয় আবেদন স্থগিতের সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিয়েছেন, এই বিরতি কতদিন চলবে তার নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। একইসঙ্গে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথাও ভাবছেন মার্কিন

রিপাবলিকান এই প্রেসিডেন্ট। খবর দ্য ডন


স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনের ওপর এই নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে, তার কোনও সময়সীমা তিনি নির্ধারণ করেননি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই বিরতি মূলত সেই ১৯টি দেশকে কেন্দ্র করেই, যাদের নাগরিকদের ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ রয়েছে।


ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদেরকে এখানে চাই না। জানেন কেন চাই না? কারণ অনেককে আমরা সমস্যাজনক হিসেবে পেয়েছি, তারা আমাদের দেশে থাকার যোগ্য নয়।’


এর আগে গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলা করেন এক আফগান নাগরিক। ওই ঘটনায় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা যান এবং আরেক গার্ড সদস্য গুরুতর আহত হন। হামলার সেই ঘটনার পর ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।


লাখানওয়াল অতীতে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করা সিআইএ-সমর্থিত এক বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে তিনি পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।


২০২৫ সালের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন তাকে আশ্রয় প্রদান করে। তবে ট্রাম্পের কর্মকর্তারা দাবি করছেন, আফগান এয়ারলিফটের সময় জো বাইডেনের প্রশাসনের ‘দুর্বল যাচাই-বাছাইয়ের’ কারণেই তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।


এদিকে ন্যাশনাল গার্ডের দুই সদসস্যের ওপর হামলার ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে তিনি ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ রাখতে চান।


কোন কোন দেশের নাগরিকরা এ সিদ্ধান্তের আওতায় পড়বে— এ প্রশ্নের জবাবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, গত জুন থেকে যে ১৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেই একই তালিকা এখানেও প্রযোজ্য হবে। ওই দেশগুলোর মধ্যে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমারও রয়েছে।

১১ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন