Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

মার্কিন অ্যান্টি মিসাইল সিস্টেম ইসরায়েলে পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট:
১১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত অ্যান্টি-মিসাইল সিস্টেম ইসরায়েলে পাঠানো হয়েছে তা বসানো হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিবিসির একটি লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।


তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুত ও লেবাননের দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে।


লেবাননের

কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহকে সমর্থনকারী একটি ব্যাংকের কয়েকটি শাখায় হামলা হয়েছে। এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি এবং বিভিন্ন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন বাহিনী।


সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলে আরও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

১১ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন