দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর আগেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার ৬টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। এর মধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,
সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়া পীত সাগরে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি দক্ষিণ কোরীয় বিমানঘাঁটির কাছাকাছি জায়গায় অন্তত ৬টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ ২ কোরিয়ার মাঝে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী শুরু হতে পারে।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫