Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্ব

মার্কিন নাগরিকদের ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
# ফাইল ফটো



যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কমপক্ষে ২ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক (রিসিপ্রোক্যাল ট্যারিফ) থেকে সরকারের অর্জিত অর্থ থেকে এই অর্থ দেয়া হবে।


সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল।


নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা ট্রিলিয়ন ডলার আয় করছি এবং শিগগিরই ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধ শুরু করব। যুক্তরাষ্ট্রে রেকর্ড বিনিয়োগ হচ্ছে, নতুন কারখানা গড়ে উঠছে সর্বত্র। প্রত্যেকের জন্য অন্তত ২ হাজার ডলারের একটি ডিভিডেন্ড দেয়া হবে (উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে)।’

 

প্রতিবেদনে বলা হয়, প্রত্যেক মার্কিন নাগরিককে ট্রাম্পের অর্থ দেয়ার এই ঘোষণা এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক নীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

 

ট্রাম্প একাধিকবার এমন ‘শুল্ক ডিভিডেন্ড’ দেয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে সম্প্রতি তিনি নির্দিষ্টভাবে ২ হাজার ডলার পরিমাণের কথাই বলছেন। সুপ্রিম কোর্ট কবে এই শুল্ক মামলার রায় দেবে, তা এখনো স্পষ্ট নয়।

 

সূত্র : ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল

৪ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন