বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’ নিয়ে নতুন খবর। সিনেমাটির তিনটি কিস্তি মুক্তি পেয়েছে। প্রথম সিনেমায় অক্ষয় কুমারের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, কিন্তু পরবর্তীতে ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে তাকে দেখা যায়নি। ভক্তদের মনে ছিল প্রশ্ন, কেন অক্ষয় কুমার এই সিক্যুয়েলে নেই? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ বিষয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।
ইন্ডিয়ান
এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, অক্ষয় কুমারের অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছিল। সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, ‘ভুল ভুলাইয়া’ সিক্যুয়েলগুলোর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, "আমাকে ‘ভুল ভুলাইয়া’ থেকে অফার দেয়া হয়েছিল। এর বেশি কিছু বলার নেই।"‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তির পর বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে, বিশেষ করে ২০২৪ সালের দীপাবলিতে ‘সিংঘম এগেইন’-এর সঙ্গে পাল্লা দিয়ে ‘ভুল ভুলাইয়া থ্রি’ দারুণ সাড়া ফেলেছে। তবে ২০০৭ সালের প্রথম ‘ভুল ভুলাইয়া’ ছবিতে অক্ষয়ের অভিনয় ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল, যা এই ফ্র্যাঞ্চাইজির ভিত্তি স্থাপন করে। এই সিনেমায় বিদ্যা বালানও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। যদিও ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে বিদ্যা ছিলেন, অক্ষয় ছিলেন না, যা ভক্তদের হতাশ করেছে।
অক্ষয় কুমার সাক্ষাৎকারে জানান, "আমাকে শুধুমাত্র ‘ভুল ভুলাইয়া’ থেকে অফার দেওয়া হয়েছিল, এর বাইরে আমি কিছু জানি না।"
তবে ভক্তদের জন্য সুখবর রয়েছে। অক্ষয়ের জনপ্রিয় সিনেমা ‘হেরা ফেরি’ এবার তৃতীয় কিস্তি নিয়ে আসছে। অভিনেতা বলেন, "আমি ‘হেরা ফেরি থ্রি’ শুরু করার জন্য খুবই উত্তেজিত। সব কিছু ঠিক থাকলে, এই বছরেই শুটিং শুরু হবে। প্রথম ‘হেরা ফেরি’ বানানোর সময় জানতাম না যে এটি এতটা জনপ্রিয় হবে। বাবু ভাই, রাজু এবং শ্যামের চরিত্রগুলো যে কাল্ট হয়ে উঠবে, তা আমরা কল্পনাও করিনি।"
অক্ষয় কুমার বর্তমানে তার আসন্ন সিনেমা ‘স্কাইফোর্স’-এর প্রচারে ব্যস্ত। এছাড়া তার হাতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় প্রকল্প, যেমন ‘জলি এলএলবি থ্রি’, ‘হাউসফুল ফাইভ’, এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এছাড়া, তিনি বর্তমানে একটি হরর-কমেডি সিনেমা 'ভূত বাংলো'-এর শুটিং করছেন।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫