বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল গত বছর জমকালো আয়োজনে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই নানা গুঞ্জন ও সমালোচনার মুখে পড়তে হয়েছে সোনাক্ষীকে। বিশেষ করে, তাঁর ধর্ম পরিবর্তন নিয়ে বহু প্রশ্ন উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
সোনাক্ষী ও জহির তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য জীবনের নানা মুহূর্ত শেয়ার
করেন, যা তাদের অনুরাগীদের মাঝে দারুণ সাড়া ফেলে। তবে তাদের ভিন্ন ধর্মের কারণে অনেকেই কৌতূহলী ছিলেন—সোনাক্ষী কি ধর্ম পরিবর্তন করেছেন? ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, এই প্রশ্নের জবাবে স্পষ্ট ভাষায় সোনাক্ষী বলেন, জহির বা তার পরিবার কখনোই আমাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেয়নি। আমাদের মধ্যে এই বিষয়টি কখনো আলোচনারও আসেনি। আমরা একে অপরকে ভালোবাসি, এবং ভালোবাসাই আমাদের সম্পর্কের মূল ভিত্তি।সোনাক্ষীর পরিবার হিন্দু ধর্মাবলম্বী, আর জহির মুসলিম। ফলে তাদের বিয়ে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি শোনা গিয়েছিল, সোনাক্ষীর বাবা, প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এই বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। তবে বাস্তবে তিনি মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন এবং আনন্দঘন পরিবেশে তাকে বিদায় জানান।
সাক্ষাৎকারে সোনাক্ষী আরও জানান, জহির ও আমি একে অপরের সংস্কৃতিকে শ্রদ্ধা করি। সে তার পারিবারিক ঐতিহ্য মেনে চলে, আমিও আমার পারিবারিক রীতি মেনে চলি। আমরা পরস্পরের পরিবারকে সম্মান করি এবং তাদের আয়োজনে অংশ নিই। আমি ওর পরিবারের নিয়াজে অংশ নিই, আর সে আমার পরিবারের অনুষ্ঠানে যোগ দেয়।
বিশেষ বিবাহ আইন অনুসারে তাদের বিয়ে হয়েছে উল্লেখ করে সোনাক্ষী বলেন, এই আইনের অধীনে বিয়ে করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। এখানে একজন হিন্দু নারীর ধর্ম পরিবর্তনের কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের জন্য ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ আমরা কেবল একে অপরকে ভালোবাসি।
২০২৪ সালের ২৩ জুন হিন্দু ও মুসলিম রীতি অনুযায়ী প্রথমে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। এরপর তারা আইনগতভাবে বিশেষ বিবাহ আইনের অধীনে নিজেদের বিবাহ নিবন্ধন সম্পন্ন করেন। তাদের বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত ছিলেন রেখা, সালমান খান, কাজলসহ বলিউডের জনপ্রিয় তারকারা।
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫