নিষ্পাপ সৌন্দর্যের প্রতীক তিনি। তার সারল্য আর মিষ্টি হাসিতে মুগ্ধ ভক্তরা। বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ। তার অভিনয় দক্ষতা ও মোহনীয় সৌন্দর্যের জোরেই বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন তিনি।
২০০৩ সালে রুপালি পর্দায় পা রাখেন ক্যাটরিনা। তারপর থেকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মন জয় করেছেন।
তবে
এবার ক্যাটরিনাকে নিয়ে নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গেছে, তিনি নাকি অভিনয় ছেড়ে এবার পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন! তবে অভিনয় ছাড়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বরফে মোড়া পরিবেশে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। ভিডিওর এই ঝলক নজর কেড়েছে নেটিজেনদের।
জানা গেছে, এই সিনেমার পরিচালকের আসনে রয়েছেন ক্যাটরিনা নিজেই! তবে কয়েক সেকেন্ডের ভিডিও ছাড়া এই সিনেমা নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, নতুন বছরে বলিউডের এই সৌন্দর্য দেবী বড় কোনো চমক নিয়ে আসতে চলেছেন।
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫