Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা কাপুর

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং অভিনেতা শাহিদ কাপুর এক সময় বলিউডে প্রেমের জগতে শীর্ষে ছিলেন। তাদের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভক্ত-অনুরাগীদের পাশাপাশি পরিবারের সদস্যরাও মনে করেছিলেন যে তাদের সম্পর্ক একদিন বিবাহবন্ধনে আবদ্ধ হবে। বিশেষ করে শাহিদ ও কারিনার একটি চুম্বনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাদের প্রেম সম্পর্কটি আরও বেশি প্রকাশ্যে আসে। তবে তাদের এই

রোম্যান্স বেশিদিন স্থায়ী হয়নি। এই বিচ্ছেদের কারণটি অনেকের কাছেই আজও অজানা।


পরবর্তীতে বিভিন্ন সময়ে কারিনা এই বিষয়ে কিছু কথা বলেছেন। বলিউডের গল্পগুলো শুনলে জানা যায় যে, ‘জব উই মেট’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন সময়েই কারিনা ও শাহিদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এই বিচ্ছেদের সঠিক কারণটি রহস্যই রয়ে যায়। কেউই তখন এই বিষয়ে সংবাদমাধ্যম বা ঘনিষ্ঠজনদের সামনে কোনো কথা বলেননি। ফলে এই বিচ্ছেদের কারণটি অজানাই থেকে যায়।


তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই তাদের সম্পর্কের ইতি টানার কারণটি উল্লেখ করেছেন। যদিও তাদের পথ আলাদা হয়ে গেছে, তবুও কারিনার মনে শাহিদের প্রতি শুভকামনা রয়ে গেছে।


পতৌদি পরিবারের নবাব ও অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা কাপুর শাহিদ কাপুর সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকেন। অতীত নিয়ে কথা বলা তিনি পছন্দ করেন না। তাই বিভিন্ন জায়গায় শাহিদ প্রসঙ্গ এড়িয়ে চলতেন তিনি। তবে এবার সেই নীরবতা ভেঙেছেন কারিনা।


কারিনা বলেন, শাহিদ একজন ভালো বন্ধুর মতো ছিলেন, তবে তার অহংকার (ইগো) অনেক বেশি ছিল। আর এই অহংকারই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। ছোটখাটো বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হতো, আর ঝগড়া হলে শাহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না।


তবে কারিনা এটাও স্বীকার করেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলে গেছেন। এখন তার মধ্যে আগের মতো অহংকার নেই বললেই চলে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন