Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ভারত শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না: ভারতের পররাষ্ট্র সচিব

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ভারত সরকার কোনো সমর্থন প্রদান করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।


তিনি আরও বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশ জনগণের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্ব

দেওয়া হয়।


১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, গত ১১ ডিসেম্বর ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় বিক্রম মিশ্রি এই কথা বলেন।


উল্লেখ্য, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ভারতের লোকসভার বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর।


মিশ্রি বলেন, "ভারত কখনোই শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেনি এবং তাকে ভারতের মাটিতে বসে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কোনো প্ল্যাটফর্মও দেওয়া হয়নি।"


তিনি আরও যোগ করেন, ভারত ঐতিহ্যগতভাবে তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে থাকে।


এ ছাড়া, মিশ্রি তার বক্তব্যে স্পষ্ট করে জানান, বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে। তবে এটি কোনো একক রাজনৈতিক দল বা সরকারের প্রতি পক্ষপাতিত্ব নয়।


বিক্রম মিশ্রির এই বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়।


এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে, তারা শেখ হাসিনার ‘ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস’ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং সমর্থন করে না। তাছাড়া, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পক্ষপাতিত্ব বা হস্তক্ষেপ করতে চায় না।


এর আগে নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে এই ব্রিফিং চলে। এতে দেশটির ২১ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কিছু সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন।


বিক্রম মিশ্রির সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির প্রধান শশী থারুর। তিনি জানান, ব্রিফিংয়ের সময় সচিবের কাছে অনেক বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বাংলাদেশের বিষয়ে চমৎকার ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে এবং সফর নিয়ে পররাষ্ট্র সচিব তাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি।

৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন