Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

প্রশান্ত মহাসাগরের বুকে জেগে উঠল পৃথিবীর নবীনতম দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

জাপানের প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমা দ্বীপের কাছে জেগে উঠেছে আরেকটি নতুন দ্বীপ, যেটাকে বিশ্বের নবীনতম দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে।

জাপানের নৌবাহিনী গত ১ নভেম্বর দ্বীপটিকে শনাক্ত করে, তারা দ্বীপটির একটি ছবিও তুলেছে। এতে দেখা যাচ্ছে, ছোট্ট দ্বীপটি তখনো আগ্নেয়গিরির আগুনে পুড়ছিল এবং এটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

দ্বীপটি নিয়ে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের

তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে নতুন এ দ্বীপটি সৃষ্টি হয়েছে।

গত এক বছর ধরেই ওই এলাকায় সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাত হচ্ছিল। আর এই অগ্ন্যুৎপাতের ওপর নজর রাখছিল দেশটির আবহাওয়া দপ্তর। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, নতুন দ্বীপ সৃষ্টি হওয়ার মতো শক্তিশালী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে গত ৩০ অক্টোবর।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন