Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটক রোহিঙ্গাদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। তাদের সকলের বাড়ি মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরের বিভিন্ন গ্রামে।


টেকনাফ

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


আটক হওয়া রোহিঙ্গা রেজিয়া বেগম জানান, আরাকান আর্মি তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এবং গ্রামে বিমান হামলা চালিয়েছে; এতে অনেকেই মারা গেছে। প্রাণে বাঁচতে তিনি মিয়ানমারের নাফ নদীর তীরে আসেন এবং সেখান থেকে একটি ট্রলারে করে বাংলাদেশে চলে আসেন। দালালদের কাছ থেকে প্রতি জনের জন্য ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে।


বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালাল চক্রের সদস্যরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসে এবং পরে তাদের বাংলাদেশ অংশের নাফ নদীর তীরে নামিয়ে দেয়। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রাথমিকভাবে তাদের খাবার দেওয়া হয়েছে।


ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে স্থানীয়দের সহায়তায় ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন