Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরো ৩ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো



গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।


গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেপ্তাররা হলেন— শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। 


পুলিশের

এই কর্মকর্তা জানান, সাংবাদিক তুহিন হত্যা মামলার সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ জালাল কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা। এ ছাড়া গাজীপুরের চান্দোপাড়া বাসন এলাকা থেকে আসামি ফয়সাল হাসান ও সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।


জিএমপি পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।


এর আগে গ্রেপ্তার করা হয় কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালাল, ফয়সাল ও সুমনকে গ্রেপ্তার করা হয়। 


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

২৯ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন