Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

চট্টগ্রামে পুলিশ-সেনাবাহিনীর ওপর হামলা, আহত ১২

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনার সময় যৌথ বাহিনীর ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য

পাঠানো হয়।


প্রতিবেদন অনুসারে, ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ওসমান নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালায় এবং তার দোকান ভাঙচুর করে একদল লোক। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওসমানকে আটক করার সময় বিক্ষোভকারীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তাদের আক্রমণ ও এসিড নিক্ষেপে যৌথ বাহিনীর ১২ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। রাত ১২টার দিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


আহতদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ফজলুর কাদের চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ থামাতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে সেনাসদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন, তবে বিক্ষোভকারীরা যৌথ বাহিনীর ওপরও হামলা চালায়।


হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন