বাংলাদেশি নাগরিকদের টার্গেট করে ভারতীয় একটি চক্র প্রতারণা করে আসছে বেশ কয়েকদিন ধরে। তারা উচ্চ মুনাফা পাওয়ার প্রলোভন দেখিয়ে মাইরোম্যানসার নামে এক কোম্পানিতে বিনিয়োগের কথা বলে। গত মঙ্গলবার দিনাজপুর হাকিমপুর ও বিরামপুর এলাকা থেকে এই প্রতারক চক্রের বাংলাদেশি চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার চক্রের সদস্যরা হলেন– সফল খান, মিজানুর রহমান, জসিম উদ্দিন
বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী কমিশনার আরিফুল হোসেইন তুহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত জানুয়ারি মাসে এক স্বর্ণের দোকানের ম্যানেজার বিশ্বজিৎ সাহার (ছদ্মনাম) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে শিলা, পিয়ালী সাহা ও তানিয়ার সঙ্গে বন্ধুত্ব হয়। তারা সবাই ভারতীয় নাগরিক। একপর্যায়ে তারা বিশ্বজিৎকে মাইরোম্যানসার নামে কোম্পানিতে বিনিয়োগ করলে উচ্চ মুনাফা পাওয়ার পাশাপাশি বিভিন্ন সেলিব্রেটিদের সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে বলে জানান। বিশ্বজিৎ প্রলুব্ধ হয়ে ১১ লাখ ৭১ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। পরে তিনি প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিশ্বজিৎ গত ১০ জুন নিউমার্কেট থানায় প্রতারণার মামলা করেন। মামলা তদন্তে নেমে এই চক্রের তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে বরাত দিয়ে তুহিন বলেন, শিলা, পিয়ালী সাহা ও তানিয়া সবাই ভারতীয় নাগরিক। এই চক্রটি আত্মসাৎ করা অর্থ বাংলাদেশি সদস্যদের ভুয়া পরিচয়পত্র দিয়ে তৈরি করা বিকাশ নম্বরে পাঠাতে বাধ্য করে। চক্রের বাংলাদেশি সদস্যরা এই টাকা ক্যাশ আউট করে নিজেদের কমিশন রেখে বাকি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫