Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



লেবাননে ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় একটি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান নিজাম।


নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।


খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মোহাম্মদ নিজাম জীবিকার তাগিদে ১২ বছর আগে লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। তার মরদেহ বর্তমানে সেখানকার একটি হিমঘরে রাখা হয়েছে।


বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় মারা যান। তার মৃত্যুস্থান নিশ্চিত হয়েছে বিকেল ৩টা ২৩ মিনিটে।


লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিজামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন