Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
# ফাইল ফটো



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকারকে জনগণ সন্দেহের চোখে দেখছে। বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ডেমরায় শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।


সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, "আপনারা সংস্কার করতে পারেন। কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে এত সংশয় কেন? গণতন্ত্র হলো এমন একটি

পদ্ধতি যেখানে জনগণের সামনে সব কিছু স্পষ্ট হতে হবে। মানুষ এই বিষয়গুলো নিয়ে সন্দেহ করে। আপনারা সংস্কারের জন্য কমিশন করেছেন, কিন্তু এই কমিশন কতদিনের মধ্যে রিপোর্ট দেবে, কতদিনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে? নির্বাচনে জনগণই ঠিক করবে কোন দলকে ভোট দেবে এবং কে সরকার গঠন করবে। গণতন্ত্রের অন্যতম শর্ত হলো স্পষ্টতা ও সঠিক পথরেখা। কিন্তু আপনারা সময়সীমা জানাতে গড়িমসি করছেন, যা মানুষ সন্দেহের চোখে দেখছে।"


রিজভী আরও বলেন, "শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরাপদ রাখার জন্য এমন কোনো পদ্ধতি অবলম্বন করেননি যা তার কাছে অজানা। দেশের সন্ত্রাসী, চোর, দুর্নীতিবাজ ও ডাকাতদের তিনি বিচারের আওতায় আনেননি। বরং যারা তার অন্যায় ও অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে তিনি কারাগারে পাঠিয়েছেন। এভাবে তিনি তার ক্ষমতাকে রক্ষা করার চেষ্টা করেছেন।"


এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

৯ দিন আগে বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন