Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে: খসরু

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি।


আমীর খসরু বলেন, "নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ খোঁজা হলে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হবে এবং এতে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। জনগণ কখনোই নির্বাচনের

বাইরে অন্য কোনো পথ মেনে নেবে না।"


তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে, জুলাই-আগস্টের সময় যেসব ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি বেইমানি করা হবে।"


জাতীয় ঐক্যের ভিত্তিতে যে সংস্কারগুলো চূড়ান্ত করা হবে, সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন আমীর খসরু। পাশাপাশি জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার কার্যক্রম গ্রহণ করার বিষয়ে তিনি সতর্ক করেন।


বিএনপির এই নেতা বলেন, "সব সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট অপরিহার্য। এজন্য নির্বাচনই একমাত্র বৈধ উপায়। যদি কোনো গোষ্ঠী মনে করে তাদের সিদ্ধান্তে সংস্কার হবে, তাহলে সেটি বড় ভুল হবে।"

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন