Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

পুলিশি পোশাক পরে পাকিস্তানের সেই কার্যালয়ে তালেবানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। গতকাল শুক্রবার দেশটির করাচি পুলিশ প্রধান কার্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে জঙ্গিরা। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে পুলিশের সেই কার্যালয় দখলে আনে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে পাঁচ সন্ত্রাসী দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নয়জন নিহত হয়েছে। খবর ডন ও জিও নিউজের।

নাম প্রকাশে অনিচ্ছুক

পাকিস্তানের একজন পুলিশের কর্মকর্তা জিও নিউজকে বলেছেন, সন্ত্রাসীরা পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ওই কার্যালয়ে প্রবেশ করে এবং হামলা চালায়। তবে এই মন্তব্য নিয়ে দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানে নিষিদ্ধ এই গোষ্ঠীকে পাকিস্তানি তালেবান হিসেবে পরিচিত।

পুলিশ কার্যালয়ে সবশেষ এই হামলা নিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তারা কড়া সমালোচলনা করেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আসিফ জিও নিউজকে বলেছেন, শুধু নিন্দা যথেষ্ট নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

দি নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৭ টা ১০ মিনিট নাগাদ সন্ত্রাসীরা এই হামলা শুরু করে। এরপর পাকিস্তানের পুলিশ ও রেঞ্জার সদস্যরা পাঁচতলা ভবনটি ধাপে ধাপে জঙ্গিমুক্ত করে। রাত ১০ টা ৪৮ মিনিট নাগাদ ভবনটি সন্ত্রাসমুক্ত করা হয়।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন