সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলে হামাসের হামলার তীব্র নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ওবামা লেখেন- ইসরাইলে ‘নির্লজ্জ সন্ত্রাসী হামলা’ ও নিরপরাধ বেসামরিক লোকদের হত্যা করা হচ্ছে। এ ঘটনায় মার্কিন নাগরিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো উচিত।
তিনি আরও লেখেন- ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে
‘যারা এ সংঘাতে প্রাণ হারিয়েছে, তাদের জন্য আমরা শোকাহত। যাদের জিম্মি করে রাখা হয়েছে, তারা যেন নিরাপদে স্বজনদের কাছে ফিরতে পারে, সেই প্রার্থনা রইল।’
শনিবার আচমকা ইসরাইলে আক্রমণ করে বসে ফিলিস্তিনি হামাস। সেদিন ভোরে গাজা থেকে ইসরাইলে কয়েক হাজার রকেট ছোড়ে তারা। একই সময় সীমান্ত পেরিয়ে ইসরাইলের ভেতরে ঢুকে পড়ে শত শত সশস্ত্র যোদ্ধা। হামাসের এই হামলায় এখন পর্যন্ত ৯ শতাধিক ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি।
এ সময় ইসরাইলের বেশ কিছু সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে অপহরণ করে গাজা উপত্যকায় নিয়ে গেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বিষয়টি স্বীকার করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, সেটি বলেনি তারা।
কিন্তু হামাস অন্তত ১০০ জন ইসরাইলি নাগরিককে অপহরণ করেছে বলে দাবি করেছে ইসরাইলের মার্কিন দূতাবাস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে তারা জানিয়েছে, অপহৃতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন।
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫