Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সংসদ নির্বাচন নিয়ে আ’ লীগের ৫ সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদন:
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

যতই বাধা আসুক, যতই প্রতিকূলতা আসুক, আন্তর্জাতিক চাপ এবং চোখ রাঙানি থাকুক না কেন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন করবে। এটি হলো আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরেও আওয়ামী লীগ নির্বাচনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো দলের বিভিন্ন নেতাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।

তারা এই সিদ্ধান্তের আলোকে মাঠে এখন কাজ করবে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আগামী নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কি হবে, কিভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে এবং রাজনৈতিক কৌশল কি হবে তা এই ৫ সিদ্ধান্তের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে ৫ টি সিদ্ধান্ত তার মধ্যে রয়েছে;

১. নির্বাচন সংবিধান সম্মতভাবে হবে, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন:

আওয়ামী লীগের প্রথম এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে নির্বাচনের যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থার আলোকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন অবস্থাতেই কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি স্বীকার করবে না এবং এই অবস্থান থেকে সরে আসবে না।

২. বিএনপির সাথে কোন সংলাপ নয়:

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপে যাবে না আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত আওয়ামী লীগের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এবং এই রকম বক্তব্যই বিভিন্ন জনসভা, টকশো এবং অন্যান্য ফোরামে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে সংলাপ তখনই হতে পারে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সেক্ষেত্রে নির্বাচনের খুটিনাটি বিষয় এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে বর্তমান সংবিধান কাঠামোর মধ্যে বিএনপির কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে সেই প্রস্তাব সরকার আলাপ-আলোচনার মাধ্যমে বিবেচনা করতে পারে।

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করবে:

সরকার কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির কাছে মাথা নত করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যতক্ষণ হুমকি বা ভীতি দেখাক না কেন সরকার তার সংবিধান, গণতন্ত্র রক্ষায় অটল থাকবে এবং সেই অনুযায়ী বিএনপি এগিয়ে নেবে।

৪. বিএনপি না আসলে পৃথকভাবে নির্বাচন:

যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন বর্জন করে বা নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগ একা নির্বাচন করবে এবং অন্যান্য মহাজোটের সদস্যরা পৃথক পৃথকভাবে নির্বাচন করবে। তখন মহাজোট গত ভাবে নির্বাচন হবে না। নির্বাচনকে যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখা যায় সেটি আওয়ামী লীগ নিশ্চিত করবে। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন, নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে জাতীয় পার্টি তার মত করে ৩০০ আসনে নির্বাচন করব। অন্যান্য রাজনৈতিক দল তাদের মত করে নির্বাচন করবে।

৫. নির্বাচন হবে স্মরণকালের সুষ্ঠু এবং নিরপেক্ষ:

আওয়ামী লীগের সিদ্ধান্ত হলো এবারের নির্বাচনে কোনভাবেই আওয়ামী লীগ কোনো পক্ষপাত বা কোন কারচুপির অভিযোগ বরদাশ্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট অঙ্গিকার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। এই নির্বাচনের পর যেন আন্তর্জাতিক মহল কোন প্রশ্ন তুলতে না পারে এবং সকলেই যেন এই নির্বাচনের প্রশংসা করে এই লক্ষ্যে নেতাকর্মীদেরকে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মীদের কাজ হবে নির্বাচনে মানুষকে উদ্বুদ্ধ করা, ভোটকেন্দ্রে যেন তারা ভোট দিতে যায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংস্কৃতি থেকে বেরিয়ে সকলে যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উৎসব করে সেটি নিশ্চিত করাই হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ। সে লক্ষ্যে দলটি কাজ করবে বলে জানা গেছে।

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন