Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ২৩, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সহায়তা দিতে চেয়ে ঢাকাকে ভারতের চিঠি

স্টাফ রিপোর্টার:
৯ ঘন্টা আগে বুধবার, জুলাই ২৩, ২০২৫
# ফাইল ফটো


রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায়  প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসা সহায়তা দিতে চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারত। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


বার্তায় উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।   দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয়

ও জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে বাংলাদেশকে অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে।


শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।


পরিবারগুলোর জন্য আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, এই ঘটনায় ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।


সোমবার  ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

৯ ঘন্টা আগে বুধবার, জুলাই ২৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন