Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

নিলামে উঠছে এমপি কোটায় আনা ২৪টি বিলাসবহুল গাড়ি

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




চট্টগ্রাম কাস্টমস হাউস এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা মোট ২৮৮ কোটি টাকার ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার প্রস্তুতি নিচ্ছে। সংসদ সদস্য পদ হারানোর পাশাপাশি নির্ধারিত ৩০ দিনের মধ্যে গাড়িগুলো ছাড় করাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্র জানায়, গাড়িগুলো ১২তম জাতীয় সংসদের সদস্যদের জন্য আমদানি করা হয়েছিল। তবে ছাত্র-জনতার

আন্দোলনের প্রেক্ষিতে সংসদ ভেঙে দেওয়ার কারণে তারা এই শুল্কমুক্ত সুবিধা নিতে পারেননি। সাধারণত, ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০-১২ কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত স্কিমে এমপিরা প্রতিটি গাড়ি মাত্র ১.৩ কোটি টাকায় পাওয়ার সুযোগ পেতেন।


গাড়িগুলো ১৪ সেপ্টেম্বর বন্দরের কার শেডে পৌঁছায় এবং আইন অনুযায়ী আমদানিকারকদের ১৪ অক্টোবরের মধ্যে গাড়িগুলো ছাড় করতে হতো। সময়সীমা অতিক্রমের পর এখন ১৫টি ল্যান্ড ক্রুজারসহ সব গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। গত ২৩ অক্টোবর ১৮টি গাড়ির নথি আনুষ্ঠানিকভাবে বন্দরের কাছ থেকে কাস্টমস নিলাম শাখায় হস্তান্তর করা হয়েছে।


চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, বাকি ৬টি গাড়ির আমদানিকারকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। কোনো উত্তর না পেলে এগুলোও নিলামে অন্তর্ভুক্ত করা হবে।


চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুসারে, এই গাড়িগুলোর আমদানিকারকদের মধ্যে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার এসএম কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্র নাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সরোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এসএকে একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদাহের নাসের শাহরিয়ার জাহেদী, যশোরের তৌহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মুহাম্মদ সাদিক। আরও দুইজন আমদানিকারকের নাম এখনো জানা যায়নি।


এর আগে জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান ও ব্যারিস্টার সুমনসহ সাতজন এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিলাম এড়িয়েছিলেন।

২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন