Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

ডেস্ক রিপোর্ট:
৭ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো



রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার সকাল ৮টার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চিকিৎসক মো. সায়েদুর রহমান  এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। নিহত বাকি দুইজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।


অধ্যাপক সায়েদুর রহমান বলেন, চিকিৎসার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।


আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইউনিটে দুইজন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি।

দগ্ধ শিশুদের জন্য সবার কাছে দোয়া চান সায়েদুর রহমান। তিনি হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।


রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে বলেও জানান তিনি। নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে বলে জানান।

৭ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন