Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সরকার সেন্টমার্টিনের পর্যটননির্ভর জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে : পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সেন্টমার্টিন দ্বীপে পর্যটন কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এতে যেন স্থানীয় জনগণের জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয়দের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করা হবে।


রোববার (১৩ এপ্রিল)

বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে এক সভায় তিনি এ কথা জানান। সভায় সেন্টমার্টিনের বাসিন্দাদের জন্য নতুন কাজের সুযোগ সৃষ্টিতে একটি কমিটি গঠন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে এই কমিটিতে কৃষি, মৎস্য, পর্যটন বোর্ড, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বন বিভাগ, জেলা প্রশাসন, ব্র্যাক ও কোস্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরা থাকবেন। কমিটি দ্রুত তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করবে।


সভায় উল্লেখ করা হয়, স্থানীয়দের জন্য মাছ ধরা, শুটকি মাছের ব্র্যান্ডিং, সিউইড ও মাশরুম চাষ, সবজি উৎপাদন, পোল্ট্রি ও গবাদিপশু পালনের মতো কৃষিভিত্তিক কাজে সহায়তা দেওয়া হবে। এছাড়াও ডিজিটাল দক্ষতা বাড়াতে কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং ও ফটোগ্রাফির প্রশিক্ষণ দেওয়া হতে পারে। নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা তৈরি, স্মারক সামগ্রী উৎপাদন এবং নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি বানানোর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


এছাড়াও যুবকদেরকে পরিবেশবান্ধব ট্যুর গাইড হিসেবে গড়ে তোলা হবে, পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও রেস্টুরেন্টের কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা এবং সবজি চাষে উৎসাহিত করা হবে। শুটকি মাছের উৎপাদন ও বিপণন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়দের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ, কোস্ট গার্ড, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন