Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

অবশেষে ইউরোপ জয় করল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

একদিকে কাঁদছেন ম্যানচেস্টার সিটির ২২ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজও কাঁদছেন অন্য প্রান্তে। দুজনের কান্নার দুই রঙ। প্রথমজনের কান্না আনন্দের, আর পরেরজনের কান্নায় মিশে আছে সীমাহীন কষ্ট ও বেদনা। আজ রোববার ভোররাতে শেষ হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-২০২৩ ফাইনালে ইন্টারকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে কাঁদছেন

হালান্ড ও তার সতীর্থরা। ইস্তানবুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ৬৮ মিনিটে রদ্রির বুলেট গতির শট সিটির জয়সূচক গোল এনে দেয়।  

তবে পুরো মৌসুমে সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে ফাইনালে ওঠা ম্যানচেস্টার সিটি ফাইনালে যেন অচেনা। প্রত্যাশার চাপের কাছে ও ইন্টার মিলানের কৌশলের কাছে পেপ গার্দিওলার ছন্দময় ফুটবলের দেখা এদিন মিলছিল না কিছুতেই।

বলের ওপর দখল সিটিরই বেশি ছিল। তবে বারবার সিটির গোলমুখে বিপজ্জনক আক্রমণ তৈরি করে শেষ মিনিট পর্যন্ত ম্যাচে ছিল ইতালির প্রতিনিধিরা। সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের অসামান্য বীরত্বে একাধিকবার বেঁচে যায় সিটি। অন্তত অর্ধডজন সেভ করে ইংলিশ দলটির জয়ের অন্যতম নায়ক এডারসন।

২০০৯ সালে আবুধাবি গ্রুপ মালিকানায় আসার পর কোটি কোটি ডলার খরচ করে তারকাখচিত দল গড়ে ম্যানসিটি। এ সময় সাত সাতটি লিগ শিরোপা জিতলেও ইউরোপে সাফল্য মিলছিল না। ২০২১ সালে কাছাকাছি গেলেও ফাইনালে চেলসির কাছে হেরে যায় গার্দিওলার দল। অবশেষে ইউরোপ জয় করতে সমর্থ হলো আকাশী-নীল জার্সিধারীরা।  

এর মধ্য দিয়ে ইংল্যান্ডের মাত্র দ্বিতীয় দল হিসেবে ট্রেবল (এফএ কাপ, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের গৌরবও অর্জন করল ম্যানসিটি। ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রেবল জয়ের কৃতিত্ব দেখিয়েছিল। তাদেরই নগর প্রতিদ্বন্দ্বীরা ২৪ বছর পর ম্যানচেস্টার শহরে ট্রেবলের উৎসব করবে এবার।  

এদিকে, ১২ বছর চেষ্টার পর আবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে সমর্থ হলেন গার্দিওলা। লিওনেল মেসিকে ছাড়া এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন তিনি। বার্সার কোচ হিসেবে দুবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। সর্বশেষটি আসে ২০১১ সালে। এটা তার তৃতীয় ইউরোপিয়ান মুকুট।

আজ জয় শেষে সিটির গোলদাতা রদ্রি বলেন, ‘‌আবেগপ্রবণ আমি। স্বপ্ন সত্যি হলো। আমি জানি না, এসব সমর্থক কত বছর ধরে অপেক্ষা করছিলেন। তারা এই শিরোপার দাবিদার, আমরা দাবিদার। গত বছর আমরা খুব কাছাকাছি ছিলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

উত্তাপের ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘‌এটা সহজ ছিল না। দুর্দান্ত একটা দলের মোকাবেলা করেছি আমরা। ডিফেন্স ও কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত ছিল তারা। আমরা সবকিছু দিয়েছি। আসলে ফাইনাল এমনই। আপনি কখনই আশা করতে পারেন না যে, সব সময় একটি দল ভালো খেলবে। আবেগ ও স্নায়ুচাপ দুটিই থাকে।’

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন