Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




রিয়াল মাদ্রিদ আবারও দেখাল তাদের শ্রেষ্ঠত্ব। আতলেতিকো মাদ্রিদ আগের দিন হেরে যাওয়ায় তাদের টপকানোর সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বার্সা। তবে রিয়াল মাদ্রিদ কোনো ভুল করেনি।


রোববার তারা লাস পালমাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে জায়গা করে নেয়। ম্যাচে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, আর একটি করে গোল করেন ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো

গোয়েজ।


ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল স্বাগতিক লাস পালমাস। ফাবিও সিলভার গোলে এগিয়ে যায় তারা। তবে এমবাপ্পের দারুণ এক গোলের মাধ্যমে রিয়াল সমতা ফেরায়। এরপর সান্দ্রো রামিরেজ রদ্রিগোকে নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল।


পেনাল্টি থেকে গোল করে ব্রাহিম দিয়াজ দলকে এগিয়ে নেন। বিরতির আগেই দ্বিতীয়বার জালের দেখা পেয়ে রিয়ালকে নিয়ন্ত্রণ এনে দেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রদ্রিগো গোয়েজ দলের চতুর্থ গোলটি করেন।


লাস পালমাসের জন্য পরিস্থিতি আরও খারাপ হয় যখন বেনিতো রামিরেজ লাল কার্ড দেখেন। ভিএআর দেখে রেফারি তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন, ভাসকেজকে ফাউলের ঘটনায়।


রিয়ালের হয়ে আরও তিনটি গোল হয়েছিল, কিন্তু সেগুলো অফসাইডের কারণে বাতিল হয়। না হলে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটাও পেতে পারতেন এমবাপ্পে।


এই জয়ের ফলে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দুইয়ে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৪। সমান ম্যাচ খেলে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৩৯।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন