ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাজায় ইসরাইলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে।
ইতোমধ্যে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের এক সপ্তাহ পেরিয়েছে। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।
শুরুতে
গত সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫০, আহত হয়েছে ১ হাজারের বেশি মানুষ।
এদিকে শনিবার এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে এ বিষয়ে হামাস এখনো কিছু জানায়নি।
শুক্রবার ইসরাইলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইসরাইল। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে, আমরা এ ঘটনায় খুবই দুঃখিত।
এর আগে এ ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনীর সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। তারা বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয় যে, গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করছে ইসরাইলের সামরিক বাহিনী।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫