Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

ভারতের মধ্য প্রদেশের খারগোন জেলার ওন পুলিশ স্টেশন এলাকায় আজ মঙ্গলবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু ও ছয়জন নারী আছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সেতু থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খারগোনের সাব-ডিভিশনাল অফিসার রাকেশ মোহান শুকলা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, যাত্রীবাহী বাসটি ইন্দোরের দিকে যাচ্ছিল। কিন্তু দংগারগাওয়ের

কাছে এক নদীর ব্রিজ থেকে বাসটি পড়ে যায়। নদীতে কোনো পানি ছিল না বলে জানান রাকেশ।


রাকেশ বলেন, সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৫ জনের মধ্যে তিনজন শিশু। আহত যাত্রীদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বাসের চালককে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্র বলেন, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। খারগোনের দাসাংগা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এতে ২০-২৫ জন আহত হয়েছেন।


প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, চালক ঘুমিয়ে ছিলেন এবং বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রিজ থেকে বাসটি পড়ে যাওয়ার পর বাসটি চূর্ণ বিচুর্ণ হয়ে যায়। স্থানীয়রা আহত অনেক যাত্রীকে উদ্ধার করেছেন।

১৫ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন