Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৯ দিন ছুটি

ডেস্ক রিপোর্ট:
১০ ঘন্টা আগে শনিবার, মে ১০, ২০২৫
# ফাইল ফটো




দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং শেষ হবে ১৯ জুন। অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলিতে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং শেষ হবে ১২ জুন পর্যন্ত। তবে, ছুটির মেয়াদ দীর্ঘ হওয়ায় ঈদের আগে ১৭ ও ২৪ মে, দুটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি

পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। তবে, দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, উল্লিখিত দুটি শনিবার (১৭ ও ২৪ মে) এসব অফিস খোলা রাখতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, "এ পরিস্থিতিতে ১৭ ও ২৪ মে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।"


শিক্ষা বর্ষপঞ্জি অনুসারে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং শেষ হবে ২৩ জুন পর্যন্ত।

১০ ঘন্টা আগে শনিবার, মে ১০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন