Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




তারুণ্যের উৎসব-২০২৫  উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করছেন। 


রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের  উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়

আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আমিরুল কায়সার। 



কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মো: মামুন হুদার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো: মোখলেছুর রহমান আবু। 


উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কারাতে প্রতিযোগিদের অংশগ্রহণে সংক্ষিপ্ত ডিসপ্লেও প্রদর্শিত হয়।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন