কুমিল্লা সদরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত পাচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল মেম্বারের অপরাধ চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।
আজ বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় সেনাবাহিনী সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ চানপুর এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তার
দুই সহযোগীকে আটক করেছে।আটককৃতরা হলেন, কাজী রাসেল (৩৯) ও কাজী লিছান (২৩)। তারা যথাক্রমে কাজী দৌলত আহমেদ ও রফিকুল ইসলামের পুত্র এবং রাহুল মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা রাহুলের হয়ে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
অভিযান পরিচালনাকালে মূল আসামি রাহুল মেম্বারকে পাওয়া না গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী কোতয়ালি থানায় হস্তান্তর করে।
অভিযানের পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল মেম্বারকে ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং তার অবৈধ কার্যক্রম নির্মূল করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫