Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

 কুমিল্লায় ছুরিকাঘাতে এক যুবক খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবক গোবিন্দপুর পশ্চিমপাড়ার একটি বাড়ির ভাড়াটিয়া রাজিব (১৯)। তার বাড়ি রংপুরে।

এ ঘটনায় এক অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকও একই এলাকার ভাড়াটিয়া। তার নাম রাব্বি (১৭)। রাব্বিও কুমিল্লার বাইরের জেলার বাসিন্দা। তবে এখনও পরিচয় নিশ্চিত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গতকাল রাতে রাব্বি একাই রাজিবকে ছুরিকাঘাত করে। একাধিক ছুরিকাঘাতে রাজিব রক্তক্ষরণে মাটিতে পড়ে যায়। পরে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, ঘটনার পর আমরা অভিযুক্ত রাব্বিকে আটক করেছি। সে আমাদের হেফাজতে আছে। এখনও তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। এবিষয়ে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন