Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

শাহ ইমরান:
১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় কাভার্ড ভ্যান ও  সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।


মরদেহ দাউদকান্দি উপজেলা গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। রোববার সকাল ৯ টায় এ দূর্ঘটনা ঘটে।


এ ঘটনায় আশংকাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতের পরিচয়

জানা যায় নি। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক। 


পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দাউদকান্দি-চাঁদপুর কচুয়া সড়কের মহানন্দ এলাকায় বেপোরোয়া গতির একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

১ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন