কুমিল্লা নগরীর রাজগঞ্জ সংলগ্ন ইউসুফ হাইস্কুলের পাশে মরহুম মো: ইসমাইল মিয়ার ১০.১২ শতক বসতভূমি দখলের পায়তারা করছে প্রদীপ নামের আওয়ামীপন্থী এক ব্যবসায়ি। মরহুম মো: ইসমাইল মিয়ার দুই ছেলে এমন অভিযোগ করেছেন।
সরেজমিনে ঘুরে ও মরহুম মো: ইসমাইল মিয়ার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ১৯৮৪ সালে জেলা প্রশাসক আমাদেরকে জায়গার দলিল দিয়েছে। ১৯৯৮ সালে মাঠ জরিপে তিন
দাগকে এক দাগ করা হয়েছে। ৮৮০/৮৮২/৮৮৩ দাগের দলিল মাঠ জরিপে ৩৭১১ করছে। ২০০১ সালে বিএস ফাইনাল করছে। ইসমাইল মিয়া ২০২৪ সালের প্রথম দিকে মারা গেছেন। উনার নামে ২০২৬ সাল পর্যন্ত অনলাইনে খাজনা পরিশোধ করা আছে। সিটি ট্যাক্স দেয়া আছে। বিদ্যুৎ বিল দেয়া হচ্ছে। প্রদীপ নামের এক ব্যবসায়ি এই বাড়িটি নিজের দখলে নেয়ার চেষ্টা করছে। প্রদীপ তার ফুফুর ৮০ সেন্ট জায়গা এই জায়গায় অর্ন্তভুক্ত আছে বলে দাবি করে একটি কক্ষ নির্মাণ করে।পরবর্তীতে সেখানে ভাড়াটিয়া জায়গা দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুসিক মেয়র আরফানুল হক রিফাতের মাধ্যমে জায়গাটি দখলের চেষ্টা করে। কিন্তু প্রদীপের নামে কোন কাগজপত্র না থাকায় সে ব্যর্থ হয়। পরবর্তীতে প্রদীপের লোকজন আদালতে মামলা দায়ের করে। এডিএম কোর্ট তা বাতিল করে দেয়। আওয়ামী লীগ সরকারের দাপট নিয়ে জায়গাটি দখলে ব্যর্থ হলেও প্রদীপের লোকজন জায়গাটিতে বসে আছে।
মরহুম মো: ইসমাইল মিয়ার পরিবার জানায়, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, যাতে করে আমাদের জায়গায় আমরা বসবাস করতে পারি।
এ বিষয়ে জানতে প্রদীপের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
১৮ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫