আবারও শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন। মার্কাসহ অনেক ইউরোপীয় গণমাধ্যমের খবর বলছে, এবার নাকি নেইমার নিজেই ইংলিশ প্রিমিয়ার লিগে দল খুঁজছেন।
জানা গেছে, নেইমার নাকি এই গ্রীষ্মে প্যারিস ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দিতে চান।
পিএসজিতে নেইমারের চলতি মৌসুমটা খারাপ কাটছিল না। ২৮ ম্যাচে ১৭ গোল, অ্যাসিস্টও করেছেন ১৬টা।
তবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের
পিএসজির সাথে নেইমারের অবশ্য ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে।
জানা গেছে, নেইমারের প্রতিনিধিরা চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলের মতো দলগুলোর সাথেও যোগাযোগ রাখছে।
পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে চেলসির মালিক টড বোয়েলির বৈঠকেও নাকি নেইমার ইস্যুতে আলোচনা হয়েছে।
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫