Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচারের বিষয়টি নির্বাচনের সাথে কোনোভাবেই জড়িত নয়।


বুধবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।


আমীর খসরু বলেন, বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া এবং সরকার পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন,

স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা উচিত নয়।


তিনি জোর দিয়ে বলেন, শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের অন্যান্য অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


এছাড়া, দেশের রাজনীতিতে নতুনভাবে যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, জাতীয় নির্বাচনের সাথে বিভিন্ন প্রস্তাব জুড়ে দেওয়ার বিষয়টি শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট চরিত্রেরই প্রতিফলন।


১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন