Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও জানান, দলের নিবন্ধন নেওয়ার জন্য শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যাওয়া হবে।


নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন করেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা

সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ে তুলতে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। এছাড়া, তিনি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা করার আহ্বান জানান।


নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে শর্তাবলী পূরণ করা হচ্ছে এবং গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলমান রয়েছে।


এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র এখনও বাস্তবায়িত হয়নি। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ডান-বামের দ্বন্দ্বে না গিয়ে এনসিপি একটি মধ্যপন্থী দল হিসেবে কাজ করবে।


এসময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন