৪০ বছর পেরিয়েও যেন থেমে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সের ভেলকি দেখিয়ে অব্যাহত রাখছেন নিজের জাদুকরি পারফরম্যান্স। সৌদি প্রো লিগে এবার দুটি গোল করে আল-হিলালকে হারালেন তিনি। তার এই অসাধারণ নৈপুণ্যে আল-নাসর লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকলো।
শুক্রবার (৪ এপ্রিল) রাতে আল-হিলালের মাঠে ৩-১ গোলে জয় পায় আল-নাসর। প্রথমার্ধের ইনজুরি টাইমে আলি আলহাসানের গোলে এগিয়ে যায় আল-নাসর।
দ্বিতীয়ার্ধে রোনালদো বাড়িয়ে দেন দলের লিড। আলি আলবুলায়হি একটি গোল শোধ করলেও ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে আরেকটি গোল করেন রোনালদো।ম্যাচ শুরুর পর থেকেই উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তপ্ত ছিল খেলা। দ্বিতীয় মিনিটেই আল-নাসরের ডিফেন্স গোল হওয়া থেকে বাঁচায়। ২৬তম মিনিটে জন ডুরান পেনাল্টি এরিয়ার কাছে সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধের ইনজুরি টাইমে আলি আলহাসানের সুন্দর ক্রস থেকে গোল হয়।
দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিট পরেই রোনালদো দলের লিড বাড়ান। সাদিও মানের পাস পেয়ে শক্তিশালী শটে গোল করেন তিনি। ৬২তম মিনিটে আলি আলবুলায়হির হেডে একটি গোল শোধ করে আল-হিলাল। তবে ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন রোনালদো।
এই ম্যাচের পর লিগে রোনালদোর গোল সংখ্যা দাঁড়ালো ২১, যা লিগে সর্বোচ্চ। এই মৌসুমে আল-নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। তার ক্যারিয়ারের মোট গোল এখন ৯৩১।
এই জয়ের ফলে আল-নাসরের পয়েন্ট দাঁড়ালো ৫৪ (২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র)। আল-হিলালের ৫৭ পয়েন্ট (২৬ ম্যাচে) থাকলেও শীর্ষে আছে আল-ইত্তিহাদ (৬১ পয়েন্ট, ২৫ ম্যাচে)। শিরোপা জয়ের পথে আল-ইত্তিহাদ এগিয়ে থাকলেও ভুল করলে সুযোগ পেতে পারে আল-নাসর।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫