Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাবেক এমপিদের আনা ২৪টি ল্যান্ড ক্রুজার নিলামে উঠলো

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের আমদানি করা ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।


সোমবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম কাস্টমস অনলাইনে এই গাড়িগুলো নিলামে তোলে। শুল্ক-করসহ প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। এই নিলামে ২৪টি ল্যান্ড ক্রুজারের পাশাপাশি আরও ২০টি গাড়িও

অন্তর্ভুক্ত করা হয়েছে।


কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, শুল্ক-কর পরিশোধ করে যে কেউ এই নিলামে অংশ নিতে পারবেন।


চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল ৩১টি গাড়ির মধ্যে ২৪টি নিলামে তোলা হয়েছে। বাকি সাতটি গাড়ি আমদানিকারকদের ঠিকানা-সংক্রান্ত জটিলতার কারণে আপাতত নিলামে তোলা যায়নি।


২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন অবস্থায় আওয়ামী লীগের সংসদ সদস্যরা জাপান থেকে এই ল্যান্ড ক্রুজারগুলো আমদানি করেছিলেন। কিন্তু গাড়িগুলো চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করানোর আগেই গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।


এরপর শুল্কমুক্ত সুবিধা স্থগিত হওয়ায় এনবিআরের নির্দেশে সংশ্লিষ্ট সাবেক এমপিদের ঠিকানায় শুল্ক-কর পরিশোধের জন্য দুই দফা নোটিশ পাঠানো হয়। কোনো সাড়া না পাওয়ায় আইনানুযায়ী এসব গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।


কাস্টমস সূত্রে জানা গেছে, নিলামে অংশ নিতে আগ্রহীদের সংরক্ষিত দরের অন্তত ৬০ শতাংশ দর প্রস্তাব করতে হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন নিলামে অংশ নেওয়া যাবে। পরদিন প্রাপ্ত দর প্রস্তাব যাচাই করে বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।


নিলামে অংশগ্রহণকারীরা আগামী ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের নতুন কার শেডে গাড়িগুলো সরাসরি দেখতে পারবেন।


যাদের গাড়ি নিলামে তোলা হয়েছে তারা হলেন: মোহাম্মদ আলী আরাফাত, সাইফুল ইসলাম, শাহজাহান ওমর, সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, অনুপম শাহজাহান জয়, মোহাম্মদ সাদিক, এবিএম আনিসুজ্জামান, মজিবুর রহমান, জান্নাত আরা হেনরী, সাজ্জাদুল ইসলাম হাসান, সাদ্দাম হোসেন পাভেল, নাসের শাহরিয়ার জাহেদী, আবুল কালাম আজাদ, আবদুল মোতালেব, মোহাম্মদ আবদুল ওয়াহেদ, মো. তৌহিদুজ্জামান, শাহ সরওয়ার কবির, এস এ কে একরামুজ্জামান, এস এম আল মামুন, এস এম কামাল হোসেন, মুজিবুর রহমান, আসাদুজ্জামান ও আখতারুজ্জামান।


কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সাবেক সংসদ সদস্যরা প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি ৯৫ লাখ থেকে ১ কোটি টাকায় বিদেশ থেকে আমদানি করেছিলেন। শুল্ক-কর হিসাব করে প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা।


এই নিলামে ল্যান্ড ক্রুজার ছাড়াও টয়োটা হ্যারিয়ার, ডাম্প ট্রাক ও টয়োটা আরএভিফোরসহ আরও ২০টি গাড়ি রয়েছে।

২১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন