মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। নয়া ভিসা নীতিতে দেশটি এ ঘোষণা দিয়েছে। এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, মার্কিন ভিসা পলিসি নিয়ে বিএনপির চিন্তা করা উচিৎ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধ পরিকর।
বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ
ভিসা বিধি নিষেধাজ্ঞার মধ্যে থাকবেন, বাংলাদেশের সাবেক ও বর্তমান কর্মকর্তা–কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সবার। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায়, তাদের সবাইকে সমর্থন দিতে এই নীতি ঘোষণা করা হয়েছে বলে জানান অ্যান্থনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্র গত ৩ মে বাংলাদেশ সরকারকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
১৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫