Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিহত ২

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১,০০০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং এতে প্রাণ হারিয়েছেন এক শিশু ও এক বৃদ্ধ। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে কুতুপালং ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।


নিহতদের

মধ্যে একজন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ সি ব্লকের মৃত সুলেমানের ছেলে আবুল খায়ের (৬০)। তবে নিহত শিশুর নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিহত আবুল খায়েরের ভাতিজা মো. মুজিবুল্লাহ জানান, "কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরগুলো জ্বলে যায়। আগুনের তীব্রতায় আমার চাচা ঘর থেকে বের হতে পারেননি। ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। কেউই কিছু উদ্ধার করতে পারেনি।"


উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধ নিহত হয়েছেন।"


ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন