শেষ হলো ঘটনা বহুল একটি বছর। নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো নতুন বছর ২০২৫। পুরনো বছরকে পেছনে ফেলে সকল দুঃখ-কষ্ট ভুলে দেশবাসী নতুন উদ্যোমে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা বাজতেই রাজধানীর আকাশ বর্ণিল হয়ে ওঠে আতশবাজির ঝলকানিতে। পটকার শব্দে মুখরিত হয় চারপাশ। কেউ কেউ ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান।
যদিও ঢাকা মহানগর পুলিশ
(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী থার্টি ফার্স্ট নাইটকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। এর মধ্যে ঢাকায় আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছিল।তবুও রাজধানীবাসী তাদের নিজস্ব আয়োজন করেছে। কেউ বাসার ছাদে বারবিকিউ পার্টি করেছে, আবার কেউ কেক কেটে উদযাপন করেছে।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি চালিয়েছেন। যান চলাচলও অনেক জায়গায় নিয়ন্ত্রিত ছিল।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, “নতুন বছরের আগমনী বার্তা আমাদের নব উদ্যমে সুন্দর ভবিষ্যতের পথচলায় অনুপ্রাণিত করে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এবং সন্ত্রাসবাদ রোধে সর্বশক্তি প্রয়োগ করবে। দেশের মানুষের কল্যাণে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধান উপদেষ্টা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে নতুন বছরের প্রতি শুভকামনা জানিয়েছেন। মানুষে-মানুষে সম্প্রীতি ও সৌহার্দ আরও দৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫