Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

রোনালদোর পাশে লিও মেসি

স্পোর্টস ডেস্ক:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

দু’জন খেলছেন ভিন্ন দু’টি মহাদেশীয় ফুটবলে। তবুও থেমে নেই লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো প্রতিদ্বন্দ্বিতা। রেকর্ডের ভাঙা-গড়ার খেলায় দ্বৈরথ জিইয়ে রেখেছেন দুই মহাতারকা। ক’দিন আগেই রোনালদোর একটি রেকর্ড ভাঙেন মেসি। বনে যান ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এবার পর্তুগিজ সুপারস্টারের আরেকটি রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি-রোনালদো এখন যৌথভাবে

ইউরোপের শীর্ষ পাঁচ লীগের সর্বোচ্চ গোলদাতা।

শনিবার রাতে ঘরের মাঠে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে লঁসকে ৩-১ গোলে হারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লা প্যারিসিয়ানদের জয়ের ম্যাচে একটি গোল করে রোনালদোকে স্পর্শ করেন মেসি। উয়েফার হিসাব অনুসারে, ইউরোপের শীর্ষ পাঁচটি লীগ হচ্ছে প্রিমিয়ার লীগ, লা লিগা, ইতালিয়ান সিরি আ, বুন্দেসলিগা এবং ফরাসি লিগ ওয়ান। এই শীর্ষ পাঁচ লীগে রোনালদো এবং মেসির গোল সংখ্যা সমান ৪৯৫টি হলো।

অর্থাৎ, আরেকটি গোল করলেই রনকে ছাড়িয়ে যাবেন লিও। ইউরোপ ছেড়ে এশিয়ান ফুটবলে পাড়ি জমিয়েছেন রোনালদো। খেলছেন সৌদি প্রো লীগের দল আল নাসর এফসিতে। ইউরোপে ফেরা না পর্যন্ত এই রেকর্ডে ফের শীর্ষে ওঠার সুযোগ নেই রোনালদোর।

ইউরোপিয়ান ফুটবলে মেসি এখন পর্যন্ত দুটি ক্লাবের হয়ে খেলেছেন। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমে করেছেন ৪৭৪ গোল। আর ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়ে ৫২ ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা এখন ২১টি। রোনালদো ইউরোপের শীর্ষ পাঁচ লীগের তিনটিতেই খেলেছেন। প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে করেছেন ১১৯ গোল, জুভেন্টাসের হয়ে চার মৌসুমে ৮১ এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩১১ গোল করেছেন।

লঁসকে হারানোর ম্যাচে এক গোল করে রেকর্ড গড়েন কিলিয়ান এমবাপ্পেও। ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড এখন লিগ ওয়ানে পিএসজির সর্বোচ্চ গোলদাতা। এমবাপ্পের গোল সংখ্যা এখন ১৩৯টি। আগের রেকর্ডটি ছিল পিএসজির সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানির। ১৩৮ গোল করেছিলেন তিনি। ক’দিন আগে কাভানিকে ছাড়িয়ে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। সেই রেকর্ড এখন আরও সমৃদ্ধ করে নিলেন ফরাসি ফরোয়ার্ড। পিএসজির হয়ে সবমিলিয়ে এমবাপ্পের গোল সংখ্যা এখন ২০৩টি। তালিকার দুইয়ে থাকা কাভানির গোল সংখ্যা ২০০টি।

পার্ক দেস প্রিন্সেসে মাত্র ৯ মিনিটের ঝড়ে লঁসকে বিধ্বস্ত করে পিএসজি। ৩১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের গোলে লিড পায় পিএসজি। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। আর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর ৬০তম মিনিটে সফল স্পটকিকে একটি গোল শোধ করেন লঁসের পোলিশ উইঙ্গার ফ্রাঙ্কোসকি।

৩১ ম্যাচে ২৩ জয় ও ৫ হারে ৭২ পয়েন্ট নিয়ে ফরাসি লিগ ওয়ান টেবিলের শীর্ষে পিএসজি। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৮ জয় ও ৪ হারে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। তিনে থাকা অলিম্পিক মার্শেইয়ের পয়েন্ট ৬১।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন